ajkerit

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মো. সবুজ মিয়া



নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতা ও সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কর্তৃক গোল্ডেন অ্যাওয়ার্ড - ২০২৪ পেলেন দৈনিক আমার বার্তার সিলেট জেলা প্রতিনিধি ও বিএমএসএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মো. সবুজ মিয়া।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ঢাকা (সেমিনার হল)-এ বিএমএসএস-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গোল্ডেন অ্যাওয়ার্ড - ২০২৪ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট সাংবাদিকদের উপস্থিতিতে এই পুরস্কার প্রদান করা হয়।

সাংবাদিকদের অধিকার রক্ষা ও স্থানীয় সংবাদমাধ্যমের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। তিনি বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনটির সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিএমএসএস-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট গুণীজন ব্যক্তি, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, সম্পাদক ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
ajkerit
ajkerit