বিশ্বনাথ (সিলেট) থেকেঃ ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উত্তাল হয়ে উঠেছে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের হাবড়া বাজার। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা পুরাতন হাবড়া বাজার জামে মসজিদ গেট থেকে তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর স্লোগান দেওয়া হয় এবং মানবতাবিরোধী অপরাধের বিচার ও পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলটি পুরাতন হাবড়া বাজার থেকে শুরু হয়ে নতুন হাবড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন হাবড়া বাজার জামে মসজিদ গেইটে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বক্তারা ইসরায়েলের যুদ্ধাপরাধের কঠোর নিন্দা জানিয়ে বলেন, “ইসরায়েল শিশু হত্যা ও মানবতা লঙ্ঘনের সীমা অতিক্রম করেছে। মুসলিম উম্মাহর উচিত এখনই জেগে ওঠা এবং ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলা।”
সমাবেশে সভাপতিত্ব করেন পুরাতন হাবড়া বাজার জামে মসজিদের খতিব ক্বারি মাওলানা ফজলুর রহমান হোজাইতী এবং সঞ্চালনা করেন স্থানীয় ব্যবসায়ী আরাফাত আলী।
এসময় পথসভায় বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের সাবেক মেম্বার আনোয়ার হোসেন ধন মিয়া, ডা. কাওছার আহমদ, সত্তিস জামে মসজিদের ইমাম হাফিজ জহিরুল ইসলাম মাহয়াদি, হাফিজ মিজানুর রহমান, জাহিদুর রহমান ও কামরুল ইসলাম।
উপস্থিত ছিলেন—ব্যবসায়ী হাবিবুর রহমান, হাফিজ আব্দুর রহমান, হাফিজ জুনায়েদ আহমদ, কায়রুল ইসলাম, খছরু মিয়া, জাকির হোসেন, হাফিজুর রহমান, হাবিবুর রহমান জুয়েল আহমদসহ এলাকার শত শত তৌহিদি জনতা।
বিক্ষোভকারীরা সমবেত কণ্ঠে ঘোষণা দেন, “ইসরায়েলের পণ্য এই বাজারে চলবে না। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো ও সচেতনতা ছড়িয়ে দেওয়া।"