ছবিঃ রেজওয়ান আহমদ
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে হেলমেট না পরার কারণে এক মোটরসাইকেল চালককে আটক করেন ট্রাফিক পুলিশ। এ সময় হেলমেট না থাকার কারণ জানতে চাইলে উত্তেজিত হয়ে পড়েন চালক। ফলে পুলিশ ও চালকের মধ্যে শুরু হয় দীর্ঘ তর্ক-বিতর্ক।
রবিবার রাতের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টা ধরে ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে চালকের কথা কাটাকাটি চলতে থাকে, ফলে যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রাফিক পুলিশ হেলমেটবিহীন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এ ঘটনায় পথচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ট্রাফিক পুলিশের পদক্ষেপকে স্বাগত জানান।