বিশ্বনাথ (সিলেট) থেকেঃ সিলেটের বিশ্বনাথে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা বসে।
সভায় বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা, যার ঐতিহ্য বিশ্বনাথেও গৌরবময়। অথচ সম্প্রতি অপসাংবাদিকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এই পেশার মর্যাদাকে ক্ষুণ্ন করছে।”
এই প্রেক্ষাপটে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিহত করতে তিন সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্নার (দৈনিক যায়যায়দিন ও একাত্তরের কথা) সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন (দৈনিক কালের কণ্ঠ) ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান (দৈনিক আমাদের সময়)-এর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের (দৈনিক সিলেটের ডাক), সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন (দৈনিক জালালাবাদ), তজম্মুল আলী রাজু (দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট), জাহাঙ্গীর আলম খায়ের (দৈনিক সমকাল ও সিলেট মিরর), আখতার আহমদ সাহেদ (দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেট), রোহেল উদ্দিন (দৈনিক গণমুক্তি), নবীন সুহেল (দৈনিক কালবেলা), মশিউর রহমান (দৈনিক কাজির বাজার), শহিদুর রহমান (দৈনিক দেশসেবা), নূর উদ্দিন (দৈনিক দিনরাত), আবুল কাশেম (ক্রাইম সিলেট), মোহাম্মদ নূরুল ইসলাম (দৈনিক আজকালের খবর), আহমদ আলী হিরণ (দৈনিক ভোরের ডাক), আবদুস সালাম মুন্না (সিলেট প্রতিদিন), সমুজ আহমদ সায়মন (দৈনিক মুক্ত খবর), সুজিত দেব (দৈনিক এশিয়া বাণী), ফারুক আহমদ (দৈনিক ইনফো বাংলা), মাজহারুল ইসলাম সাব্বির (দৈনিক প্রথম বাংলা), সালেহ আহমদ সাকি (দৈনিক শ্যামল সিলেট), আবদুস সালাম (দৈনিক ইনকিলাব), আফজাল হোসেন (এনটিভি ইউরোপ), কামরুল আশিকী (দৈনিক দেশ প্রতিদিন), তৌফিকুর রহমান হাবিব (দৈনিক গণমুক্তি), মো. আবদুল্লাহ (সাপ্তাহিক সবুজপ্রপাত) এবং কামরুল হাসান (দৈনিক বিজয়ের কণ্ঠ)।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, অপসাংবাদিকতা রোধে দায়িত্বশীল গণমাধ্যমকর্মীদের আরও সুসংহত ভূমিকা রাখতে হবে। স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগও গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।