সিলেট ট্রিবিউন ডেস্কঃ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে নিয়ে হাসাহাসির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন পারভেজ। ঘটনার তদন্ত শেষে পুলিশ আজ তিনজনকে আটক করে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।