জৈন্তাপুর (সিলেট) থেকেঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার ফহেতপুর ইউনিয়নের হরিপুর মাঝেরটোল গ্রামে সেনাবাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়েছে।
সেনাবাহিনীর জৈন্তাপুর ক্যাম্প সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ২৭ বীর ইনফেন্ট্রি রেজিমেন্টের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর জাযাউল ইহসান চৌধুরী।
অভিযানকালে ফহেতপুর ইউপির হরিপুর মাঝেরটোল গ্রাম থেকে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০১ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫০০ টাকা এবং তিনটি মোবাইল ফোন।
আটককৃতরা হলেন—হরিপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে নাসির উদ্দিন (৪৬) এবং লামা শ্যামপুর গ্রামের ইউনুসে আলীর ছেলে মাসুক আহমেদ (২৯)।
পরে আটককৃতদের জব্দকৃত আলামতসহ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “সেনা অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”