বিশ্বনাথ (সিলেট) থেকেঃ ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্বর গণহত্যার প্রতিবাদে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সিলেটের বিশ্বনাথ পৌর শহর। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা “মার্চ ফর গাজা” শিরোনামে খণ্ড খণ্ড মিছিল বের করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গর্জে ওঠেন বিক্ষুব্ধ জনতা।
বিক্ষোভকারীরা "উই আর প্যালেস্টাইন", "ফ্রি ফ্রি প্যালেস্টাইন", "তুমি কে আমি কে? প্যালেস্টাইন, প্যালেস্টাইন", "ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে", "নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে", "ইসরায়েলের কালো হাত গুঁড়িয়ে দাও", "ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দে"—এমন নানা স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। প্রতীকী লাশ বহন করে শিশুদের নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভ মিছিলটি মাদানিয়া মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
আয়োজনে নেতৃত্ব দেয় আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম। ব্যানার হাতে অংশ নেয় বিশ্বনাথ দর্জি কল্যাণ সংস্থা, ফ্রেন্ডস স্টাফ বিশ্বনাথ ও স্বপ্নচূড়া ইসলামী তরুণ সংঘ। বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম. কাওছার আহমদ এবং পরিচালনা করেন সহকারী পরিচালক মাওলানা মুখতার হোসাইন।
এসময় বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সংগঠক আমজাদ হোসেন, মাওলানা আব্দুল মতিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা ফারহান হোসাইন, মাওলানা হাবিবুল্লাহ খান, ছাত্রনেতা শাহ টিপু, মো. শিমুল, সংগঠক আব্দুল্লাহ আবির, মো. রিপন আহমদ ও আশরাফুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, “ইসরায়েল যে মানবতা বিরোধী নৃশংসতা চালাচ্ছে, তা সভ্য বিশ্বকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। এখন সময় ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর।”