সিলেট ট্রিবিউন ডেস্কঃ আসন্ন ঈদুল আজহায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঈদ উদযাপনসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়। গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সভার কার্যবিবরণী থেকে সিদ্ধান্তের বিষয়টি জানা গেছে।
উল্লেখ্য, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহ’র অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। ত্যাগ ও কোরবানির মহিমায় ভাসা এই দিনটি প্রতিবছর জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয়।