নিজস্ব প্রতিবেদকঃ চলমান ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্যের বয়কটের দাবিতে সিলেটের দক্ষিণ সুরমার দক্ষিণ কুশিঘাট এলাকায় অবস্থিত কোকাকোলা ডিপো ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকার যুবক ও মুরব্বিয়ানরা। সোমবার (৭ এপ্রিল) বিকালে তারা ডিপোর সামনে অবস্থান নিয়ে “ইসরায়েলি পণ্য বর্জন করো”সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের অবস্থানের পর আইনশৃঙ্খলা বাহিনী এসে জানায়, ডিপোটি মালিক পক্ষ ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে। এরপর বিক্ষোভকারীরা কোকাকোলার লোগো সম্বলিত সাইনবোর্ড ভেঙে ফেলেন এবং সেখানে কালিমার পতাকা ও ফিলিস্তিনের পতাকা টানিয়ে দেন।
আন্দোলনকারীরা এক আলটিমেটাম দিয়ে জানান, “এই ডিপো থেকে কোকাকোলার পণ্যবাহী কোনো গাড়ি আর বের হতে পারবে না। যদি কোনো গাড়ি বের হয় বা আমাদের লাগানো পতাকা নামানো হয়, তাহলে পুরো বিল্ডিং তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ।”
দক্ষিণ কুশিঘাট এলাকাবাসীর এমন সাহসী ও প্রতিবাদী অবস্থান এলাকায় নতুন করে চেতনার সঞ্চার করেছে। তারা জানান, এ আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হয় এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্যের প্রবেশ বন্ধ করা হয়।