ওসমানীনগর (সিলেট) থেকেঃ সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা ওয়ার্ডে একটি সরকারি সিসি রাস্তার নামফলক ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে এলজিএসপি প্রকল্পের আওতায় প্রায় ৯২ হাজার ৫৯৩ টাকা ব্যয়ে ওই রাস্তাটি নির্মাণ করা হয়। তৎকালীন ইউপি চেয়ারম্যান এমজি রাসুল খালেক আহমদ ও সদস্য আব্দুল বাছিত কামালের তত্ত্বাবধানে কাজ শেষে একটি নামফলক স্থাপন করা হয়। তবে গত ৩ এপ্রিল ভোরে জুবায়ের ও তার সহযোগীরা নামফলকটি ভেঙে বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য জুবায়েরের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। ঘটনাটি জানাজানি হলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শিবু দেবসহ কয়েকজন সদস্য স্থান পরিদর্শন করেন। শিবু দেব বলেন, এ ধরনের কাজ সম্পূর্ণ অনৈতিক ও জনস্বার্থবিরোধী।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদিন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।