সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাঃ সভাপতি রাফাত আহমেদ
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাফাত আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভির আহমেদ সানি।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: আব্দুস সামাদ তুহিন, সহ-সভাপতি: মো. রবিউল ইসলাম শুভ, কাওসার আহমেদ, আব্দুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: তাওহিদুল ইসলাম সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক: আবির হুসেন, ফরহাদুল ইসলাম বিজয়, সাজোয়ান আহমদ সাজন, সহ সাধারণ সম্পাদক: আসাদুজ্জামান নূর, শাহ ওয়াইদুর রহমান নয়ন,
সাংগঠনিক সম্পাদক: রেজাউল করিম রাজা, সহ সাংগঠনিক সম্পাদক: মুরসেদ আহমদ, সালমান আহমেদ, দপ্তর সম্পাদক: মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক: কিবরিয়া খান, সহ-প্রচার সম্পাদক: ওমর ইবনে ইফরান, ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোজাম্মেল হোসেন তামিম।
নবগঠিত এই কমিটি ছাত্রদলের সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এনসি/২৪ফেব২৫/এলএ