ajkerit

সিলেটে রমজান উপলক্ষে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বয় সভা অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন মাহে রমজানকে কেন্দ্র করে সিলেট মহানগরীর যানজট নিরসন, হকারমুক্ত মূল সড়ক নিশ্চিতকরণ ও সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম (সেবা)। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান।

সভায় সিলেট মহানগরীর সার্বিক নিরাপত্তা, ব্যাংক ও শপিং মলের নিরাপত্তা, যানবাহন চলাচল ব্যবস্থা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নগরীর পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ কমিশনার ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির বিরুদ্ধে চলমান পুলিশি টহল জোরদার রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “হকারদের উচ্ছেদে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে, তবে এ ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, শপিং মলগুলোর সামনে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে এবং অবৈধ পার্কিং বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় রমজান মাসে যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।”

সভায় এসএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী সংগঠন, পরিবহন মালিক-শ্রমিক সমিতি এবং বিভিন্ন মার্কেটের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বশির আহমেদ, ডিবি পুলিশ, র‍্যাব, ডিজিএফআই, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, বিআরটিএ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্যবসায়ী ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ।

সকল অংশগ্রহণকারীরা রমজান মাসে নগরীর যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
ajkerit
ajkerit