পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের ঐতিহ্যবাহী পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম (সেবা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ মাসুদ রানা, পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব বশির আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ এসএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব মোঃ আফতাব চৌধুরী, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী।
এ সময় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ এসএমপি’র পুলিশ কমিশনারসহ অন্যান্য অতিথিদের সম্মাননা উপহার প্রদান করেন।