সমাজসেবায় ১৯ বছর: আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রমজান উপলক্ষে খাদ্য বিতরণ
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রমজান মাসের পবিত্রতা ও মানবতার আহ্বানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, “সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকার বা একটি সংগঠনের দায়িত্ব নয়; বরং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে।” তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী আবু বক্কর এবং সঞ্চালনায় ছিলেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সাকির। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হাসান মঞ্জু, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকি, বিএনপি নেতা মওদুদুল হক মওদুদ, সাইফুদ্দিন আহমদ ইকবাল, মুজিবুর রহমান মুজিব, মাসুক আহমদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে মোনাজাত পরিচালনা করেন দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, তারা ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন এবং আরও বেশি মানুষকে সহায়তা করার লক্ষ্যে কাজ করবেন।