সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট সিলেট শাখার মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ সিলেটে সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট (SSD) সিলেট শাখার আয়োজনে মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট সিলেট শাখার পরিচালক রেজাউল করিম সোহেল এবং সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক আব্দুল্লাহ হাই সাদিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. তাজ উদ্দিন (উপদেষ্টা, SSD ও অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. সুলতান আহমদ (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়), লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান (অধ্যক্ষ, সিলেট ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজ), অধ্যাপক মো. মুহিবুর রহমান (প্রতিষ্ঠাতা, মুহিবুর রহমান একাডেমি), সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্টের কেন্দ্রীয় সভাপতি সাহিদ আক্তার মুসান্নাহ।

এছাড়াও সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট (SSD)-এর বিভিন্ন পর্যায়ের সহকারী পরিচালক, সদস্যবৃন্দ এবং অসংখ্য অভিভাবক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসটি২৪.কম/২৫ফেব২৫/এলএ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন