সিলেটে রমজানে সয়াবিন তেলের সংকট নেই, বাজার তদারকিতে মোবাইল কোর্ট
সিলেট ট্রিবিউন ডেস্কঃ রমজান মাসে সিলেটসহ দেশের বাজারে সয়াবিন তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কঠোর তদারকি থাকবে বলেও তিনি জানান।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের আলমপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশে রমজান আসলে নিত্যপণ্যের দাম কমে, কিন্তু বাংলাদেশে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে মূল্য বাড়ায়। তবে সরকার বাজার নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং নিম্ন আয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে। এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, যেন তারা সাধারণ মানুষের নাগালের মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করেন।
বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন— পুলিশের ডিআইজি মো. মুশফিকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তারা।
সেমিনারে বক্তারা হাওর অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় ইমামদের ভূমিকা ও করণীয় বিষয়েও আলোচনা করেন।