তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশের পথে
সিলেট ট্রিবিউন ডেস্কঃ তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (ন্যাশনাল সিটিজেনস পার্টি - এনসিপি) গঠিত হয়েছে। দলের আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম, এবং সদস্য সচিব পদে আখতার হোসেন চূড়ান্ত হয়েছেন।
এছাড়া দলের মুখ্য সংগঠক হিসেবে উত্তরাঞ্চলে সারজিস আলম, দক্ষিণাঞ্চলে হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদ মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ বৈঠকে নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজেও দলটির নাম ও গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। বিষয়টি কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় জানিয়েছেন।
এর আগে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। সে সময় নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।
আগামী দিনের রাজনৈতিক অঙ্গনে জাতীয় নাগরিক পার্টি কীভাবে ভূমিকা রাখবে, তা এখন দেখার বিষয়।