সিলেট-৪ আসনের উন্নয়নের প্রতিশ্রুতি: অসহায়দের পাশে হেলাল উদ্দিন আহমেদ
সিলেট ট্রিবিউন ডেস্কঃ- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, দেশকে স্থিতিশীল রাখতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। জাতীয় নির্বাচন সম্পন্ন করার পরই স্থানীয় নির্বাচন দিতে হবে। অন্যথায়, ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের মদদপুষ্ট গোষ্ঠী পুনর্বাসিত হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।
তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত জনপ্রতিনিধিরা উন্নয়নের পরিবর্তে শুধুমাত্র ব্যক্তিস্বার্থে লুটপাট চালিয়েছে। এই অঞ্চলের রাস্তাঘাট বেহাল, শিক্ষা ব্যবস্থাও পিছিয়ে রয়েছে। তাই, পরিপূর্ণ পরিকল্পনার মাধ্যমে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, "এ আসনের মানুষের সুদিনে ও দুর্দিনে সবসময় পাশে থাকতে চাই—এটাই আমার রাজনীতির মূল দর্শন।"
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর সিটি পয়েন্টে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চান।
কম্বল বিতরণ শেষে তিনি জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার হাতে আরও ১০০টি কম্বল হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন— সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা নুরুল হক, সদস্য সচিব মাওলানা এম এম কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাওলানা রমিজ উদ্দিন, বিএনপি ও ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ।