সিকৃবিতে আন্তঃহল ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন হলো আব্দুস সামাদ আজাদ হল
প্রেস বিজ্ঞপ্তিঃ সিলেট
কৃষি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ৪টি আবাসিক হলের মধ্যকার ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)
সিকৃবি কেন্দ্রীয় মাঠে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরষ্কার
বিতরণ করা হয়।
উক্ত
ফুটবল টুর্নামেন্টে ৪টি
আবাসিক হলের খেলোয়াররা অংশগ্রহণ করে। আজ ফাইনালে শাহ্
এ এম এস কিবরিয়া হলকে হারিয়ে
আব্দুস সামাদ আজাদ হল চ্যাম্পিয়ন
হওয়ার গৌরভ অর্জন করে।
টুর্নামেন্টের
সমাপনী দিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের
প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে ও পরিচালক (শরীরচর্চা শিক্ষা
বিভাগ) মোঃ ছানোয়ার হোসেন মিয়ার সঞ্চালনায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিকৃবির ভারপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার
প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর
ড. মো. এমদাদুল হক। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন (পরিচালক অর্থ ও হিসাব শাখা), বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট,
শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা
ও কর্মচারীবৃন্দ ।
পুরষ্কার
বিতরণী অনুষ্ঠানে সিকৃবি ভারপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী
বলেন, দেশের সকল অর্জনে ছাত্রসমাজের গৌরবোজ্জল ভূমিকা রয়েছে। বিশেষ করে গত জুলাই বিপ্লবে
শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। সঠিক নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীরা এগিয়ে
যাবে। সেক্ষেত্রে খেলাধুলা ও বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগীতা একে অপরের সাথে সেতুবন্ধন
হিসেবে কাজ করে।