ajkerit

বিশ্বনাথে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ম্যানেজিং কমিটির দুই প্রয়াত সদস্যের স্মরণে দোয়া মাহফিল

রোহেল উদ্দিন, বিশ্বনাথ (সিলেট) থেকেঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর নিজামুল উলূম উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুই প্রয়াত সদস্য আবুল হোসেন ও হাজী জালাল উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পি.টি.এ কমিটির সভাপতি তবারক আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আমিরুল হক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবদুল হান্নান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রেহান মিয়া, সহকারী শিক্ষক মিজানুর রহমান, দশঘর নোওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়ালিউল্লাহ, জেনারেল কমিটির সহ-সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য শেখ কাওছার আলী এবং পি.টি.এ কমিটির সদস্য আবুল কালাম, বেলাল উদ্দিন, ফয়েজ আহমদ, আব্দুল হামিদ ও ঝুমন আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী রোহামা বেগম এবং গীতা পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী তৃষা দাস পৌষি।

পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন সপ্তম শ্রেণির তাসনিয়া তাবাসসুম, নবম শ্রেণির ইমাদ হাসান, এবং দশম শ্রেণির হালিমা আক্তার ও মাহিয়া বেগম।

এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন আসমা আহমদ প্রভা ও সীমা বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের জেনারেল কমিটির সিনিয়র সহ-সভাপতি রোহেল উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ও বিদ্যালয়ের সাবেক ছাত্র সুহেল খান, বিশিষ্ট মুরব্বী ইছাক আলী, সুরাব আলী, ছালেক আহমদ, লিয়াকত আলী, অভিভাবক জুনাব আলী, তৈমুজ আলী, ছালেক আহমদ, সতি সরকার প্রমুখ।

যৌথভাবে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক মুহাম্মদ জাকারিয়া এবং দশঘর নোওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
ajkerit
ajkerit