রমজানের শুরুতেই দরিদ্রদের পাশে আনোয়ার ফাউন্ডেশন, বিতরণ করবে উপহার সামগ্রী
প্রেস বিজ্ঞপ্তিঃ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আনোয়ার ফাউন্ডেশন ইউকে। প্রতি বছরের মতো এবারও রমজানের প্রথম দিন থেকেই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করবে সংস্থাটি।
খাদ্য সামগ্রীর মধ্যে থাকবে— ২৫ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি খেজুর, ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ১ কেজি হলুদ-মরিচ-রসুন, ২ কেজি চানা, ৫০০ গ্রাম আদা, ২ কেজি মসুর ডাল, ১ বোতল রুহ আফজা, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম দুধ, ১ কেজি লবণ, চা পাতা, ভেশন পাউডার ও গরম মশলা ইত্যাদি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বার্তায় ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ জানান, আনোয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং যেকোনো দুর্যোগ মুহূর্তে তাদের সহায়তা করে আসছে। তিনি সমাজের বিত্তবানদেরও আহ্বান জানান, যেন তারা দরিদ্রদের পাশে দাঁড়িয়ে সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তুলতে ভূমিকা রাখেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম প্রবাসে থেকেও নিজেদের উপার্জিত অর্থ দিয়ে দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন। পবিত্র রমজান মাসেও তার ব্যতিক্রম হয়নি, বরং আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করতে যাচ্ছে আনোয়ার ফাউন্ডেশন ইউকে।