ajkerit

টাঙ্গুয়ার হাওরে বিষটোপ! এক রাতেই ৫০০ হাঁসের মৃত্যু, খামারির ক্ষতি আড়াই লাখ টাকা


সিলেট ট্রিবিউন ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের ছড়িয়ে দেওয়া বিষটোপ খেয়ে এক খামারির ৫০০ হাঁস মারা গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন খামার মালিক সুজন মিয়া।

সুজন মিয়া তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের বাসিন্দা। প্রতিদিন সকালে তিনি তার খামারের হাঁসগুলো টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে ছেড়ে দেন এবং বিকেলে সেগুলো ফিরিয়ে আনেন। কিন্তু সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে একটি ভয়ংকর ঘটনা ঘটে। পাখি শিকারি আহম্মদ মিয়া, নেহার মিয়া ও জনি মিয়া হাওরের রৌয়া বিলে বিষমিশ্রিত ধান ছিটিয়ে রাখেন। দুপুরের দিকে হাঁসগুলো ওই ধান খাওয়ার পর একে একে মারা যেতে থাকে।

খামার মালিক সুজন মিয়া বলেন, "হাঁসগুলোর বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। এক মুহূর্তে আমার সব শেষ হয়ে গেলো। এই ক্ষতি আমি কীভাবে সামলাবো বুঝতে পারছি না।"

ঘটনার পরদিন (২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার) সুজন মিয়া তিনজনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন—আহম্মদ মিয়া, নেহার মিয়া ও জনি মিয়া।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, "অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

টাঙ্গুয়ার হাওরের মতো প্রকৃতি সংরক্ষিত এলাকায় বিষ দিয়ে পাখি শিকার ও হাঁস হত্যা নিঃসন্দেহে ভয়ংকর অপরাধ। স্থানীয়দের দাবি, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
ajkerit
ajkerit