সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’: আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নগরীর পাঠানটুলা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মো. সাইফুর রহমান শাহিন (৪৫) কে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত সাইফুর রহমান শাহিন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের রাজাপুর গ্রামের কটাই মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর নেহারীপাড়া এলাকায় বসবাস করেন।
কোতোয়ালী মডেল থানার এসআই ইবাদুল্লাহ জানান, "সাইফুর রহমান শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে (২২/২৩-০৮-২০২৪ ও ৩৭/২৭-০৯-২০২৪)। গোপন সংবাদের ভিত্তিতে পাঠানটুলার মাউন্ড এডোরা হাসপাতাল এলাকা থেকে রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।"
একই রাতে পুলিশের আরেকটি দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ফেসবুক পেজে ছবিসহ গ্রেফতারের তথ্য প্রকাশ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: রিফাত ওরফে ককটেল রিফাত (৩০) – ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক (সৈদানীবাগ, শাহপরাণ থানা), ইয়াহিয়া আহমদ (৩৪) – ছাত্রলীগ নেতা (শেখপাড়া সবদলপুর, মোগলাবাজার থানা), আবদুল করিম (৩২) – (কাজিটুলা, সিলেট নগরী), মো. সুমন মিয়া (৩৩) – (মোল্লাপাড়া, সিলেট নগরী)।
পুলিশের দাবি, চলমান অভিযানের অংশ হিসেবে সিলেট নগরীতে সন্দেহভাজন অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। তবে গ্রেফতারদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।