সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আট চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় আটজন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ রুমেল হোসেন (২১), পিতা-মোঃ মহরম আলী, সাং-হাটিরপার (উত্তরপাড়া), থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, ২। পারভেজ আহমদ পাবেল (২২), পিতা- কুটি মিয়া, মাতা- জুম্মি বেগম, গ্রাম- বরইকান্দি, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট। বর্তমান ঠিকানা- কাজীটুলা (নাসির মিয়ার কলোনী), থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, ৩। শরীফ (২৭), পিতা- মকদ্দস আলী, স্থায়ী ঠিকানা- ছাতারপাই, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ। বর্তমান ঠিকানা- আখালায়া (বাসা নং উজ্জীবন-১৫, আখালায়া নয়াবাজার), থানা- জালালাবাদ, জেলা-সিলেট, ৪। হামিদুর রহমান (২৪), পিতা-সিদ্দিক আলী, সাং-হাসামপুর, পশ্চিমপাড়া, থানা- মোগলাবাজার, জেলা-সিলেট, ৫। আক্তার হোসেন (২৯), পিতা-নূর মিয়া, সাং-ডাইয়ারপাড়, টুকেরবাজার, থানা- জালালাবাদ, জেলা-সিলেট, ৬। বিল্লাল আহমদ (৩৫), পিতা-কাদির মিয়া, সাং-বালুরচর, জাহাঙ্গীরের দোকানের পিছনে, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট, ৭। মোঃ মামুন (২০), পিতা- মোশারফ হোসেন, বর্তমান ঠিকানা- ঘাসিটুলা (কেওয়াঘাট), থানা- কোতোয়ালী, জেলা -সিলেট। স্থায়ী ঠিকানা- খলিলপুর, থানা- দেবীদ্বার, জেলা-কুমিল্লা, ৮। নাছির উদ্দিন (২৫), পিতা- আবুল হাসেম, মাতা- নাসিমা খাতুন, গ্রাম- আমদুয়ার কাজী বাড়ী, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা। বর্তমান ঠিকানা- লালদিঘীরপাড়, টাউন বোডিং, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট।
স্থানীয়দের ভাষ্যমতে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা (সিডিএমএস) পর্যালোচনায় দেখা গেছে, তাদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও দস্যুতার মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।