সিলেটের ওসমানীনগরে সাংবাদিকতা বিষয়ক ১০ম প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের ওসমানীনগরে ‘বালাগঞ্জ বার্তা’ ও ‘নিরাপদ এনজিও’-এর উদ্যোগে ১০ম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গোয়ালাবাজার লার্নিং পয়েন্ট হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান, পিপিএম, সেবা। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরী, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি শরিফ আহমদ চৌধুরী, সাংবাদিক সাইফুর এম রেফুল ও মানবাধিকার সংস্থার সভাপতি আরজু মিয়া। অনুষ্ঠানের শুরুতে কাজি খলিলুর রহমান পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন।
এই কর্মশালায় ৪৮ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সাংবাদিকতা, সংবাদপত্রের ইতিহাস, সংবাদ লেখার কৌশল, বানান ও শব্দ ব্যবহারের নিয়ম, সাংবাদিকতায় তথ্যপ্রযুক্তির ভূমিকা, ভিডিও ধারণ, ছবি তোলা, ফিচার রচনা, সাংবাদিকতার নীতিমালা ও আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিকেলে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। কর্মশালার সভাপতি ছিলেন সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক শাহাব উদ্দিন শাহিন, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক শহিদুল ইসলাম।
উল্লেখ্য, এ পর্যন্ত আয়োজিত ১০টি সাংবাদিকতা প্রশিক্ষণে প্রায় ২০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন, যারা দেশ-বিদেশে সাংবাদিকতা পেশায় সফলভাবে কাজ করছেন। আয়োজক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন ভবিষ্যতে আরও উপজেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।