শাহপরাণ থানা পুলিশের চমকপ্রদ অভিযান! একদিনে কোটি টাকার চোরাচালান আটক, ৬ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশ একদিনে তিনটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক ও একটি প্রাইভেটকার আটক করেছে। এসব অভিযানে ৮,৭৮,৪০০/- (আট লাখ আটাত্তর হাজার চারশত) টাকার ভারতীয় কসমেটিকস, ১৫,২৮,৮০০/- (পনের লক্ষ আটাশ হাজার আটশত) টাকার ভারতীয় চিনি এবং ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার সিগারেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রথম অভিযান: ভারতীয় কসমেটিকসসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেফতার ১ জন
শাহপরাণ (রহ.) থানার মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মো. সানাউল ইসলাম এর নেতৃত্বে দাসপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে সুন্দরবন গ্রুপ লেখা একটি নীল-আকাশি রঙের কাভার্ড ভ্যান (রেজিঃ ঢাকা মেট্রো-ম-৫৪-৩৪০১) আটক করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
ভ্যানে পাওয়া মালামাল: NEHA ভারতীয় মেহেদী: ২ কার্টুন, ১৪৪০ পিস, মূল্য ২১,৬০০/- টাকা। KAVERI ভারতীয় মেহেদী: ৩০ কার্টুন, ২১,৬০০ পিস, মূল্য ৩,২৪,০০০/- টাকা। Skin Shine Cream: ৪ কার্টুন, ২১৬০ পিস, মূল্য ৩,৮৮,৮০০/- টাকা। Gillette ব্লেড: ৮ কার্টুন, ৯,৬০০ পিস, মূল্য ১,৪৪,০০০/- টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য: ৮,৭৮,৪০০/- টাকা।
এ ঘটনায় মিঠু দাস (২৫), পিতা- বিনু বুসন দাস, সাং- মান্নারগাঁও, দোয়ারাবাজার, সুনামগঞ্জ-কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, এই চোরাচালানে আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত রয়েছে।
দ্বিতীয় অভিযান: ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ জন
শাহপরাণ (রহ.) থানার এসআই (নিঃ) সোহেল চন্দ্র সরকার এর নেতৃত্বে দাসপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৪৫৭৪) আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
ট্রাকে পাওয়া মালামাল: ভারতীয় চিনি: ২৬০ বস্তা, প্রতিটি ৪৯ কেজি, মোট ১২,৭৪০ কেজি। চিনির বাজারমূল্য: ১৫,২৮,৮০০/- টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তিরা: মো. তুষার মিয়া (৩০), পিতা- বাবলু মিয়া, সাং- ব্রাহ্মণগ্রাম, ওসমানীনগর, সিলেট। মো. খলিল মিয়া (২৯), পিতা- হাবিবুর রহমান (বানা মিয়া), সাং- বড় হাজীপুর, ওসমানীনগর, সিলেট।
তৃতীয় অভিযান: সিগারেটসহ প্রাইভেটকার আটক, গ্রেফতার ৩ জন
শাহপরাণ (রহ.) থানার পিএসআই (নিঃ) সজিবুর রহমান এর নেতৃত্বে কুশিঘাট বাজারে অভিযান চালিয়ে একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-৫৫০৩) আটক করা হয় এবং বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।
প্রাইভেটকারে পাওয়া মালামাল: সিগারেট (Mond Superslims 200 Filter Cigarettes - Strawberry): ৭১,৪০০ শলাকা। সিগারেট (Mond Superslims 200 Filter Cigarettes - Apple): ৪৮,০০০ শলাকা। সর্বমোট সিগারেট: ১,১৯,৪০০ শলাকা, আনুমানিক মূল্য ৫,০০,০০০/- টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তিরা: মো. রেজাউল করিম (২৫), পিতা: ছয়ফুল্লাহ রহমান, বাসা: বেলুপাড়া, জৈন্তাপুর, সিলেট। রুমেল (৩২), পিতা: মৃত মানিক মিয়া, বাসা: আটগাঁও (পুরানবাড়ী), শাহপরাণ (রহ.), সিলেট। এবায়দুর রহমান (৩০), পিতা: রফিক আহমদ, বাসা: বেলুপাড়া, জৈন্তাপুর, সিলেট।
শাহপরাণ (রহ.) থানায় তিনটি পৃথক মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের চোরাচালান দেশীয় বাজারকে অস্থিতিশীল করে তুলছে, তাই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাফল্যজনক এই অভিযানের জন্য স্থানীয়রা শাহপরাণ (রহ.) থানা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।