ajkerit

ওসমানীনগরে বিএনপির ইফতার মাহফিলে লুনা: "ভয় দেখিয়ে নয়, ভালো ব্যবহারে মানুষের মন জয় করতে হবে"

 


ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বিএনপির তাজপুর ইউনিয়ন শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) উপজেলার তাজপুর কাশিকাপন আধুনিক কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা।

মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাহসিনা রুশদী লুনা বলেন, "দেশে একটি সুষ্ঠু নির্বাচন এখন সময়ের দাবি। তাই নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। তবে ভয় দেখিয়ে নয়, বরং ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। জনসেবার মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।" তিনি আরও বলেন, "দীর্ঘদিন পর বিএনপি নেতাকর্মীরা একত্রিত হতে পেরেছে। অতীতে দলের ইফতার মাহফিলসহ নানা আয়োজন করা হলেও সবাইকে নিয়ে একসাথে করা সম্ভব হয়নি। এর একমাত্র কারণ ছিল স্বৈরশাসকের মামলা, হামলা, নির্যাতন ও নিপীড়ন।"

তিনি আরও বলেন, "স্বৈরাচারী সরকার এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যে, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষ কথা বলতেও ভয় পেত। গুম, খুন ও মামলা-হামলার ভয়ে মানুষ বিএনপির নেতাকর্মীদের কাছে আসতেও সাহস করত না। আমাদের নেতা এম ইলিয়াস আলীকে ১৩ বছর আগে গুম করা হয়েছে। কিন্তু আজও তার কোনো সন্ধান আমরা পাইনি। শুধুমাত্র ইলিয়াস আলী নন, বিগত ১৫ বছরে বহু বিএনপি নেতাকর্মী গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।"

তিনি বলেন, "দেশ এখন স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও জনগণের ভোটাধিকার। আমরা আশা করছি, আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমাদের মানুষের কাছে যেতে হবে, ভালো ব্যবহার করতে হবে এবং মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করতে হবে।"

তিনি আরও বলেন, "প্রবাসীরা সবসময় দল ও দেশের জন্য অবদান রেখেছেন। আজকের ইফতার মাহফিলেও প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও তাদের অনেক দায়িত্ব পালন করতে হবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা রফিক উল্লাহ, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইস্তা মিয়া, শফিক আহমদ মেম্বার, শাহিন মিয়া, সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক এবং তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, তাজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস সহিদ, যুগ্ম সম্পাদক শাকির আহমদ, নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ জমির, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি আক্তার আহমদ শাহীন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এম বি এ শিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
ajkerit
ajkerit