বন্দরবাজারে পুলিশের অভিযানে ধরা পড়ল ইউসুফ, সঙ্গে মিলল ১০২ পিস ইয়াবা!
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট টু বন্দরবাজার রোডের পেপার পয়েন্ট সংলগ্ন জেনেক্স জুতার শো-রুমের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ ইউসুফ আলীকে (৩৬) হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত ইউসুফ আলী সিলেটের জালালাবাদ থানার আখালিয়া নতুন বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ মনু মিয়া ও মাতার নাম নুরজাহান বেগম।
মাদক উদ্ধারের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-৩৮, তারিখ-১৫/০৩/২০২৫) রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। পুলিশের এক কর্মকর্তা জানান, “সিলেট শহরকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, মাদক নির্মূলে পুলিশের এমন তৎপরতায় সিলেটের সাধারণ নাগরিকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।