ajkerit

ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান: বিমানবন্দর থানা বিএনপির আলোচনা সভায় কয়েস লোদী

 


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “বিদেশি প্রভুদের সহযোগিতায় একটি স্বৈরাচার গোষ্ঠী দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে নগরীর সাপ্লাই রোডস্থ একটি হোটেলে বিমানবন্দর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়েস লোদী বলেন, “আগামী জাতীয় নির্বাচন হবে বিএনপির জন্য কঠিন পরীক্ষা। আমাদের নেতাকর্মীদের ঐক্য ধরে রাখতে হবে এবং সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল ও জনবান্ধব দল। দলের কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি, দখলদারি বা বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের লোক হিসেবে পরিচিত হতে হবে, কোনো ব্যক্তির ভাই হিসেবে নয়।”

বিএনপির এই নেতা বলেন, “গত ১৭ বছরে স্বৈরাচারী শাসনের ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার করে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে বিএনপি। জনগণকে সঙ্গে নিয়ে এ লক্ষ্য বাস্তবায়ন করা হবে।”

বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি পাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ।

এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
ajkerit
ajkerit