ajkerit

সিলেট ও হবিগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৫

 


নিজস্ব প্রতিবেদকঃ সিলেট ও হবিগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের ওসমানীনগর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। অপরদিকে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৯০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম বলেন, ‘গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

র‌্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
ajkerit
ajkerit