সিলেটে দিনভর থেমে থেমে বৃষ্টি



নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা ফোঁটা, কখনো দমকা হাওয়ার সঙ্গে ঝড়ো বৃষ্টি, আবার কখনো বজ্রপাতসহ ভয়ংকর রূপে ঝরছে বৃষ্টি। দুপুর ১২টা থেকে বৃষ্টি বাড়তে শুরু করে, আর বিকেল সোয়া ৫টা পর্যন্ত আকাশ অন্ধকারাচ্ছন্ন রয়েছে।

বজ্রপাতের গর্জনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। গরমের পর স্বস্তির বৃষ্টি হলেও টানা বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে পানি জমতে শুরু করেছে। সিলেট নগরীর কিছু এলাকায় জলাবদ্ধতারও খবর পাওয়া গেছে।

এদিকে, বিদ্যুৎ সরবরাহ দুপুর পর্যন্ত স্বাভাবিক থাকলেও বিকেলের দিকে কিছু এলাকায় বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টি আজ রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন