সিলেটে ঈদ নিরাপত্তা জোরদার: অতিরিক্ত পুলিশ, কন্ট্রোল রুম ও পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা
সিলেট ট্রিবিউন ডেস্কঃ সিলেটে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ঈদের সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, যানজট নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম চালু থাকবে, যেখানে যেকোনো সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
জেলা প্রশাসক বলেন, "ঈদে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যানজট নিরসন, চুরি-ছিনতাই রোধ এবং পর্যটকদের নিরাপত্তা দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।"
এছাড়া, তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "অপ্রাপ্তবয়স্করা যেন মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকে এবং ভ্যান বা ট্রাকে উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম ব্যবহার না করে, তা নিশ্চিত করা প্রয়োজন।"
সিলেটে এবারের ঈদে বিপুলসংখ্যক পর্যটকের আগমনের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো হয়েছে। পাশাপাশি, পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত পর্যটন পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।