ওসমানীনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে আহত ২
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে এসে গণপিটুনির শিকার হয়েছে দুই যুবক। রবিবার (১৬ মার্চ) গভীর রাতে উপজেলার দয়ামির ইউনিয়নের সোয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় জনতা ডাকাত সন্দেহে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দক্ষিণ কারপাড়া গ্রামের মৃত কাউছ মিয়ার পুত্র আমির আলী (২৩) ও একই গ্রামের আব্দুল মিয়ার পুত্র শাওন (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে দয়ামির ইউনিয়নের ঘোষগাঁও এলাকায় ডাকাত প্রবেশ করেছে—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ধাওয়া দেয়। চোর চক্রটি কাপারি পাড়া হয়ে সোয়ারগাঁও গ্রামে পালিয়ে এলে সোয়ারগাঁও জামে মসজিদের ইমামসহ স্থানীয়রা এক যুবককে আটক করেন। পরে উত্তেজিত জনতা পুরো গ্রামজুড়ে অভিযান চালিয়ে আরও একজনকে ধরে ফেলে।
এরপর তাদের মসজিদে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। তবে চক্রের আরও এক সদস্য পালিয়ে যায়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোনায়েম মিয়া জানান, তারা সংঘবদ্ধ হয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিল। এ সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে দুইজন, তবে একজন পালিয়ে যায়।
আটক দুই যুবককে উত্তেজিত জনতা মারধর করায় তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পুলিশ তাদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।