কানাইঘাটে কাতার প্রবাসী হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি গ্রেপ্তার!
সিলেট ট্রিবিউন ডেস্ক: সিলেটের কানাইঘাটে আলোচিত কাতার প্রবাসী রশিদ আহমদ হত্যা মামলার প্রধান আসামি সাজু আহমদকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দিনেরটুক এলাকা থেকে সাজুকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কানাইঘাট থানার পুলিশ।
গ্রেপ্তারকৃত সাজু আহমদ (২০) কানাইঘাটের খালপার এলাকার মৃত মাহমুদ হোসেনের ছেলে।
জানা যায়, গত রবিবার (১৬ মার্চ) রাতে শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ বাধে। রাত ১টার দিকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮)। পরদিন সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা খুনিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, গ্রেপ্তার হওয়া সাজু আহমদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় কানাইঘাটের সর্বত্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।