গোলাপগঞ্জে যুব সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল, শহীদদের স্মরণে বিশেষ আয়োজন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত যুব সংগঠনগুলোর উদ্যোগে বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৫) গোলাপগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে এ আয়োজন সম্পন্ন হয়।
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বিরোধী আন্দোলনে গোলাপগঞ্জের সাতজনসহ সারাদেশের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফয়েজ আহমদ চৌধুরী, নিউইয়র্ক মহানগর বিএনপির (উত্তর) নির্বাচিত সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠাতা বিএনপির সহ-সভাপতি। তিনি বলেন, "১৯৭৭-৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব সংগঠনগুলোকে সুসংগঠিত করে আত্মনির্ভরশীল করার উদ্যোগ নিয়েছিলেন। তার এই অবদান আজও যুবসমাজের জন্য অনুপ্রেরণা।"
প্রধান বক্তা ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। তিনি বলেন, "শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আরও উদ্যোগী হতে হবে।"
সভায় বিশেষ অতিথি ছিলেন ছালিক আহমদ চৌধুরী, বদরুল ইসলাম, কফিল উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, জয়নাল মাস্টার, আশিক আহমদ। সভাপতিত্ব করেন সুহেল আহমদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসক-এর কেন্দ্রীয় পরিচালক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আলমগীর হোসাইন ভূঁইয়া।
এতে আরও উপস্থিত ছিলেন নাছির আহমদ খান, মো. বাশসা, জিলু আহমদ, রেজাউল করিমসহ যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত ১৪টি যুব সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে গোলাপগঞ্জ উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন আখলাক আহমদ দোয়া পরিচালনা করেন। এসময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।