বিশ্বনাথে মোবাইল সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতার বিস্তার, রোধে তিন সংগঠনের আহ্বান
বিশ্বনাথ (সিলেট) থেকেঃ সিলেটের বিশ্বনাথ উপজেলায় মোবাইল সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা প্রবাসী অধ্যুষিত এই উপজেলার জন্য গুরুতর বিব্রতকর ও সাংবাদিকতার মান-মর্যাদার জন্য হুমকিস্বরূপ।
এ পরিস্থিতিতে বিশ্বনাথ প্রেস ক্লাব, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে এই অপ-সাংবাদিকতা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বিশ্বনাথের জনগণকে অপ-সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকার এবং তাদের সর্বোতভাবে পরিহার করার অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতারা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে সাংবাদিকতার নামে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছেন। ফেসবুক লাইভসহ বিভিন্ন মাধ্যমে বিকৃত ও মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ফলে একদিকে জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বিশ্বনাথের ঐতিহ্য ক্ষুণ্ন হচ্ছে।
- বিশ্বনাথ প্রেস ক্লাব: সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
- বিশ্বনাথ মডেল প্রেস ক্লাব: ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, নবীন সোহেল।
- বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন: সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান।
বিশ্বনাথের সচেতন নাগরিকদের আহ্বান, সাংবাদিকতার মান ও নৈতিকতা বজায় রাখতে হলে এই ধরনের অপ-সাংবাদিকতা রোধ করা জরুরি। নইলে সাংবাদিকতা পেশার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।