সিলেটে চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে মাধব গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন জেলা পরিষদের সামনে থেকে হকার কাজল মিয়াকে অপহরণ করে জিন্দাবাজারের সিতারা ম্যানশনে নিয়ে গিয়ে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে জয়দীপ চৌধুরী মাধব (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধব ও তার সহযোগীরা গত ১ মার্চ হকার কাজল মিয়াকে সিএনজিতে তুলে নিয়ে যায় এবং তাকে মারধর করে ১৬,৫০০ টাকা আদায় করে। এ সময় তারা আরও ৩০,০০০ টাকা দাবি করে। পরে পুলিশের তৎপরতায় কাজল মিয়াকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কাজল মিয়া বাদী হয়ে মাধবসহ ৭-৮ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০১, তারিখ-০১/০৩/২০২৫, ধারা-৩৬৫/৩৮৫/৩৮৬/৩৮৭/৩২৩/৩৪ পেনাল কোড)।
এরপর, পুলিশ সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামি মাধবকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।