সিলেটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদল ও ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ রমজান ১৪৪৬ হিজরী, ২৪ মার্চ ২০২৫ ইং (সোমবার) দরিয়া শাহ মাজার সংলগ্ন এ মাহফিলের আয়োজন করে সিলেট মহানগর ২৬ নম্বর ওয়ার্ড যুবদল ও ছাত্রদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাবলু হোসেন হৃদয়, এবং সঞ্চালনা করেন সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসাক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর যুবদলের নির্বাচিত সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, এবং প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট মহানগর বিএনপি মকুল আহমেদ মুরশেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার রশীদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি সোহেল মাহমুদ, কৃষি বিষয়ক সম্পাদক সিলেট মহানগর বিএনপি মুফিজুর রহমান জুবেদ, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ বাদশা, ওয়ার্ড বিএনপির নেতা ইসাক মিয়া, নাদির আহমদ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, লুৎফর রহমান, জামিল আহমদ, অপু আহমেদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ সেলু, কয়েছ আহমেদ জাকির, এনাম আহমদ, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক লায়েক আহমদ, সিলেট মহানগর যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক সৈকত আহমদ, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সিলেট মহানগর যুবদল নেতা রহমত আলী, শামিম আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিহাব উদ্দিন, ফয়জুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম এ সামাদ, ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, যুগ্ম আহ্বায়ক লাভলু হাসান, ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজাল খান, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ও ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাফাত আহমদ, ছাত্রদল নেতা সাবের আহমদ, শামসুজ্জামান, রায়হান আহমদ, মো. মেহেদি হাসান, রাজু আহমেদ, পারভেজ আহমেদ, তারেক আহমদ, পাভেল আহমদ, ইমরান আহমদ, ৪২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা জাকারিয়া আহমদ, যুবদল নেতা জুমেল আহমদ, সুমন আহমেদ, শ্রমিক দল নেতা রিপন আহমেদ, জুনুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার নিঃশর্ত মুক্তি ও সুস্থতার জন্য আমাদের এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে যুবদল-ছাত্রদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাবে। কোনো স্বৈরাচারী সরকারের চাপের কাছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাথা নত করবে না।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহমুদ মিয়া। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। এই দোয়া ও ইফতার মাহফিল সিলেট বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আরও একতা ও সৌহার্দ্য সৃষ্টি করেছে।