ওসমানীনগরে ডাক বিভাগের পরিত্যক্ত সম্পত্তি, দখলের আশঙ্কায় স্থানীয়রা
শেখ ফয়সল আহমদ, ওসমানীনগর (সিলেট) থেকে: সিলেটের ওসমানীনগরে ডাক বিভাগের পরিত্যক্ত স্থাপনা ও জমি অব্যবস্থাপনার শিকার হয়ে পড়েছে দখলের শঙ্কায়। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা এসব জমি এখন পরিণত হয়েছে ঝোপঝাড় ও ময়লার স্তূপে। স্থানীয়দের দাবি, সঠিক ব্যবস্থাপনা না থাকলে অচিরেই এই জমিগুলো বেহাত হয়ে যেতে পারে।
একসময় ডাক বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হলেও, আধুনিক প্রযুক্তির প্রসার ও কার্যক্রম কমে যাওয়ায় বর্তমানে এসব সম্পত্তি অযত্নে পড়ে রয়েছে। ফলে সরকারি মূল্যবান সম্পদ অব্যবস্থাপনার শিকার হচ্ছে।
স্থানীয়রা মনে করেন, পরিত্যক্ত জমিগুলো পরিকল্পিতভাবে ব্যবহার করা হলে জনসাধারণের উপকারে আসবে। বিশেষ করে, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, স্বাস্থ্যসেবা কেন্দ্র বা জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করলে এলাকাবাসী উপকৃত হবেন।
স্থানীয় একাধিক গণ্যমান্য ব্যক্তি বলেন, "ডাক বিভাগের পরিত্যক্ত জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন। অন্যথায়, এই সম্পত্তি দখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।"
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদিন বলেন, "ডাক বিভাগের জমি যাতে বেদখল না হয়, সে বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।"
সচেতন মহল মনে করেন, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে পরিত্যক্ত এসব সম্পদ দখলমুক্ত রেখে জনকল্যাণে ব্যবহার করা সম্ভব হবে।