ajkerit

শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ২৮ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেফতার

 


নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে ২৮ বোতল ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি (মদ) উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।

রবিবার (৯ মার্চ ২০২৫) রাত ১০টা ৫ মিনিটের দিকে শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দাসপাড়া বাজারস্থ জালাল স্টোরের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা শাহজালাল ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯৫৯) নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৮ বোতল ভারতীয় তৈরি হুইস্কি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ১) মোঃ রুমান (২৭), পিতা- মোঃ খলিল মিয়া, সাং- চরকামারীপাড়, থানা- নকলা, জেলা- শেরপুর। ২) ফিরোজ মিয়া (৩২), পিতা- হিরু মিয়া, সাং- ভাতকাড়া (হাজী বাড়ী), থানা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইল।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় এফআইআর নং-১১, তারিখ-১০ মার্চ ২০২৫ অনুযায়ী ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহপরাণ (রহ.) থানা পুলিশের এ সফল অভিযানে মাদক চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
ajkerit
ajkerit