হামনাত প্রতিযোগিতায় জগন্নাথপুরের কন্যা জয়ীর জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন!


জগন্নাথপুর প্রতিনিধি: জাতীয় পর্যায়ে আবারও প্রতিভার স্বাক্ষর রাখলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হবিবপুর কিশোরপুর গ্রামের কৃতী কন্যা জয়ী। ইসলামী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় হামনাত বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে তিনি নিজের দক্ষতা ও প্রতিভার প্রমাণ দিয়েছেন।

গত ২৭ ফেব্রুয়ারি, রাজধানীর আগারগাঁওয়ে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জয়ী চূড়ান্ত পর্বে অংশ নেন এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

পরদিন ২৮ ফেব্রুয়ারি, ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জয়ীর হাতে পুরস্কার তুলে দেন এবং তার সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

জয়ী শুধু হামনাতেই নয়, এর আগেও চিত্রাঙ্কন, আবৃত্তি এবং বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কার অর্জন করেছেন। তিনি সুর সারগাম সংগীত বিদ্যালয়, বগুড়া শেরপুর উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার প্রতিভার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ পুরো এলাকায় গর্বের কারণ হয়ে উঠেছেন।

প্রতিভাবান জয়ী একজন গুণী পরিবারের সদস্য। তার পিতা দিলদার হোসেন দিলো একজন প্রবীণ সাংবাদিক, গল্পকার, নাট্যকার ও কবি। এছাড়া, তার দাদা মরহুম আব্দুল গনি বগুড়া শেরপুর থানার সিও রেভিনিউ হিসেবে কর্মরত ছিলেন।

জাতীয় পর্যায়ে এই সাফল্যে উচ্ছ্বসিত জয়ী বলেন, "এই অর্জন আমার পরিবারের, শিক্ষকদের এবং সকল শুভাকাঙ্ক্ষীর সহযোগিতার ফল। ভবিষ্যতে আরও বড় সাফল্য পেতে চাই। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।"

জয়ীর এই অর্জনে তার পরিবার, শিক্ষক, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা গর্বিত। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন