নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকার আহ্বান ইলিয়াস পত্নী লুনার
বিশ্বনাথ (সিলেট) থেকেঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, "আমাদের আন্দোলনের প্রথম লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন, যা আমরা অর্জন করেছি। এখন আমাদের পরবর্তী লক্ষ্য হলো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এজন্য বিএনপির নেতাকর্মীদের নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকতে হবে এবং জনগণের কল্যাণে কাজ করে তাদের মন জয় করতে হবে।"
শুক্রবার (২১ মার্চ) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লুনা আরও বলেন, "আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী, যারা লুটপাটে জড়িত ছিলেন না, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, মানবিক এবং উন্নত বাংলাদেশ গড়তে চাই।"
তিনি অভিযোগ করেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীরা আগেই কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশ ছেড়ে পালিয়েছে। এখন তারা বিদেশে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এবং দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের উসকে দেওয়ার চেষ্টা করছেন।"
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান, এবং যৌথ সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদল সভাপতি ইসলাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল আহমদ ও আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপি নেতা কাওছার আহমদ তুলাই, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার, স্বেচ্ছাসেবক দল নেতা রাজন খান, যুবদল নেতা সুমন আহমদ ও সেবুল সরকার, ইউনিয়ন ছাত্রদল নেতা জাকির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা জামাল উদ্দিন। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।