রমজানে আত্মশুদ্ধি ও সংযমের আহ্বান: পুলিশ কমিশনার রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার রেজাউল করিম পিপিএম-সেবা বলেছেন, "পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে আমাদের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন।"
বৃহস্পতিবার (১৩ মার্চ) তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "রমজান এলেই সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও ভেজাল খাদ্য নিয়ে উদ্বেগে থাকে। সরকার বাজার স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর, এবং বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণেও কাজ করছে।"
তিনি আরও বলেন, "যদি কোনো ব্যবসায়ী সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজারে কোনো সিন্ডিকেটের কারসাজি থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই।"
পবিত্র রমজান মাসে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানান কমিশনার রেজাউল করিম। চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও যেকোনো অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, এসএমপির কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক, ইসলামী ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নুরুজ্জামান, সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদ, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুপন খান, তেলিহাওর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সিরাজ বক্স, সিলেট ইলেকট্রনিক্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) যুগ্ম সাধারণ সম্পাদক রানা মজুমদার, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলালসহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরান হোসেন।