ইফতারের পরই সিলেটে কালো মেঘ, বজ্রপাতসহ স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক: ইফতারের পর থেকেই সিলেটের আকাশে কালো মেঘের ঘনঘটা। কিছু সময়ের মধ্যেই শুরু হয় হালকা বৃষ্টি, যা ধীরে ধীরে তুমুল বর্ষণে রূপ নেয়। সেই সঙ্গে বজ্রপাতের আলোয় আলোকিত হতে থাকে আকাশ।
এর আগে, আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছিল যে, সিলেট বিভাগের দু-এক জায়গায় টানা দুই দিন অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। অবশেষে সেই পূর্বাভাস সত্যি হয়েছে।
স্থানীয়দের মতে, ইফতারের পর থেকেই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি তীব্র হতে থাকে, সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমের পরিবর্তনের কারণেই এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বজ্রপাতের ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে খোলা জায়গায় অবস্থান না করার আহ্বান জানিয়েছেন তারা।