সিলেটে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে ‘দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) নগরীর বারুতখানাস্থ একটি সেন্টারের সম্মেলনকক্ষে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন। তিনি বলেন, "বর্তমান সরকার জনগণের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। দুর্নীতি, নৈরাজ্য ও সন্ত্রাস দমন করতে হলে বিদ্যমান আইনগুলো কার্যকর করা জরুরি। জনগণ চায় শক্তিশালী ন্যায়পাল কার্যক্রম বাস্তবায়ন হোক।” সভায় সভাপতিত্ব করেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ড. রমেন্দ্রনাথ ভট্টাচার্য, জালাল আহমদ, মামুন রশিদ অ্যাডভোকেট, ডা. অরুণ কুমার দেব, মীর আব্দুল করিম পাখি মিয়া, এনামুল হক আবুল, আমিন তাহমীদ, কয়েস ইকবাল, ইমাম হোসেন, নিয়াজ কুদ্দুস খানসহ ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, ফোরামের কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্যের রোগমুক্তি এবং কয়েস ইকবালের মাতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।