বিশ্বনাথে ফাইয়াজ সৌখিন গ্যালারির উদ্বোধন



বিশ্বনাথ (সিলেট) থেকেঃ সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী ও নান্দনিক উপহারের সমাহার নিয়ে যাত্রা শুরু করলো "ফাইয়াজ সৌখিন গ্যালারি"। বিশ্বনাথ পৌর শহরের একমাত্র শপিংমল আল-হেরা শপিং সিটির নিচতলার ১৩৫ নম্বর দোকানে এ ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয় বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে।

ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং বিশ্বনাথ আউটলেটের মালিক ও তরুণ উদ্যোক্তা সাংবাদিক মিছবাহ উদ্দিন এ শোরুম প্রতিষ্ঠা করেছেন, যেখানে ঐতিহ্যবাহী ও নান্দনিক পণ্যের সমাহার রাখা হয়েছে। এখানে রয়েছে মাটির হাঁড়ি-পাতিল, থালা-বাসন, পাঠের তৈরি বহুমুখী পণ্য, বেত ও বাঁশের তৈরি শৈল্পিক সামগ্রীসহ দেশি-বিদেশি শোপিসের বিশাল সংগ্রহ। স্বল্প মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা ইমদাদুল ইসলাম রাজু

ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন –

  • বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী
  • বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন
  • বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, নবীন সোহেল, সদস্য সালেহ আহমদ সাকী, শিক্ষানবীশ সদস্য আফজল মিয়া
  • বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সুজিত দে, সমুজ আহমদ সায়মন
  • মাদ্রাসা শিক্ষক সৈয়দ মোবাশ্বির আলী
  • বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল ইসলাম, মারুফ খান, নতুন বাজারের ব্যবসায়ী রফিজ আলী, ব্যবসায়ী আল আমিন, সাইম মিয়া, হাফিজ ইমরান আহমদ

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সংগঠক আশরাফ উল্লাহ এবং মোনাজাত পরিচালনা করেন আল-হেরা মার্কেট মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে ফাইয়াজ সৌখিন গ্যালারি। পাশাপাশি, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং বিশ্বনাথ আউটলেটে নতুন একাউন্ট খুললেই ফ্রি গিফটের ব্যবস্থাও রেখেছেন প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মিছবাহ উদ্দিন।

বিশ্বনাথের ক্রেতাদের জন্য এটি এক নতুন শপিং অভিজ্ঞতা এনে দেবে বলে আশাবাদী আয়োজকরা।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন