বন্দরবাজারে পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ইয়াবা ও অস্ত্র উদ্ধার



নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের বন্দরবাজার এলাকায় কোতোয়ালী মডেল থানার বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি চাকুসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রবিবার (১৬ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইবাদুল্লাহর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে জেল খানার পুরাতন ডরমেটরি বিল্ডিংয়ের বাউন্ডারির ভেতর থেকে তাদের গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃতরা হলেন— ১। মো. শুয়েব আহমদ (২৯), পিতা-মৃত আব্দুর রব, সাং-লামাশ্যামপুর, জৈন্তাপুর; বর্তমানে শামীমাবাদ, ৫নং রোড, সিলেট। ২। রুবেল আহমদ (২৭), পিতা-তোতা মিয়া, সাং-লতিবপুর, কিশোরগঞ্জ সদর; বর্তমানে মেজরটিলা, সিলেট।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও মাদকের মামলা রয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন