সিলেটে চোরাচালানের বড় চালান জব্দ, ৭৪ লাখ টাকার পণ্যসহ গ্রেফতার ২!
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৭৪ লাখ টাকার ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়।
১৬ মার্চ রাত ১০টা ২৫ মিনিটের দিকে শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলামের নেতৃত্বে সুরমা গেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে লালন শাহ ট্রান্সপোর্টের একটি হলুদ ও নীল রঙের কাভার্ড ভ্যান (রেজি: খুলনা মেট্রো-ট-১১-২০২১) আটক করা হয়।
পুলিশ জানায়, কাভার্ড ভ্যানে Red Bull ENERGY DRINK, NEHA মেহেদী, ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, শিশুদের পোশাকসহ বিভিন্ন ব্র্যান্ডের চশমা ও কসমেটিকস পাওয়া গেছে, যার বাজারমূল্য ৭৪ লাখ ৫৪ হাজার ২৪০ টাকা।
গ্রেফতারকৃতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার সিরাজুল ইসলাম (২৬) ও শিমুল মোল্লা (২৭)। তাদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।