ajkerit

ওসমানীনগরে এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে মানববন্ধন


ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত সকল সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের সামনে "স্ট্যান্ড ফর এনআইডি" শিরোনামে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে এই মানববন্ধনে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. আলী আজম বলেন, “সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতকরণ ও তথ্যভান্ডার নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এই সেবা অন্য কোনো সংস্থার অধীনে চলে গেলে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে।”

তিনি আরও বলেন, “এনআইডি সংক্রান্ত তথ্যভান্ডার অন্য সংস্থার অধীনে গেলে তথ্য জালিয়াতি, ডাটাবেজের হেরফের ও চেক অ্যান্ড ব্যালেন্স নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। তাই নির্বাচন কমিশনের আওতায় এনআইডি সেবা বজায় রাখার পক্ষে সবাইকে সচেতন হতে হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রব, গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমদ, সুভাষ চন্দ্র নাথ, মনোজ কুমার দাস, কানু লাল চৌধুরী, মাহমদ আলী, মো. রফিকুল ইসলাম, শিহাব আহমদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
ajkerit
ajkerit