এয়ারপোর্ট থানা পুলিশের হট অ্যাকশন: ফেনসিডিল ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার!
অদ্য (৭ মার্চ ২০২৫) রাত ২টা ৪০ মিনিটের সময় এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাস এলাকায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও একটি সিএনজিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন: রুহুল আমিন সাদিক (২১), পিতা- খুরশেদ আলম, মাতা- পিয়ারা বেগম, সাং- মংলিরপাড়, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-০৪, তারিখ- ০৭/০৩/২০২৫, ধারা- ৩৬(১) সারণির ১৪(খ)/৩৮/৪১ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
পরবর্তীতে, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বড়শালা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশি মদসহ আরও একজনকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন: রঞ্জিত বসনব (৪৫), পিতা- মৃত রমাকান্ত বসনব, সাং- বাবনগাঁও, থানা- শান্তিগঞ্জ, জেলা- সুনামগঞ্জ। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-০৫, তারিখ- ০৭/০৩/২০২৫, ধারা- ৩৬(১) সারণির ২৪(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, একজন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপরজনকেও দ্রুত আদালতে পাঠানো হবে। এ বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।